নীচে উল্লিখিত নিয়মাবলী ছাত্রছাত্রীদের সঠিকভাবে অনুসরনের নির্দেশ দেওয়া যাচ্ছে
১। ছাত্রছাত্রীদের ১০টা ৩০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং প্রার্থনা সভায় যোগদান করতে হবে। পঠন পাঠন চলবে ১০টা ৫০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। মিনিট
২। বিদ্যালয়ের ইউনিফর্ম হিসাবে ছাত্রদের নেভির রঙের প্যান্ট গোলাপী চেক জামা এবং ছাত্রীদের সালোয়ার কামিজের সাদা প্যান্ট ও গোলাপী | চেক অথবা লাল পাড় সাদা শাড়ি এবং লাল ব্লাউজ পরে বিদ্যালয়ে আসতে হবে। বিদ্যালয়ের নামাঙ্কিত 'ব্যাজ' ব্যবহার আবশ্যিক।
৩। চলতি শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রীদের ৭৫% উপস্থিত থাকতে হবে অন্যথায় বাৎসরিক পরীক্ষায় বসতে পারবে না।
৪। একাদিক্রমে পাঁচদিনের বেশি অনুপস্থিত থাকলে অভিভাবক / অভিভাবিকাকে সঙ্গে নিয়ে অফিসে সাক্ষাৎ করতে হবে। পাঁচ দিনের কম অনুপস্থিত থাকলে এই পুস্তিকার শেষে ‘ছাত্রছাত্রীদের ছুটির আবেদন' অংশটি | পূরণ করে পিতা বা মাতার স্বাক্ষর করিয়ে নিয়ে বিদ্যালয়ে আসতে হবে।
৫। বিদ্যালয় চলাকালীন ছুটির জন্য অভিভাবক বা অভিভাবিকার স্বাক্ষরিত আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ে আসতে হবে অথবা অভিভাবক বা অভিভাবিকা নিজে বিদ্যালয়ে যোগাযোগ করবেন। ফোনের মাধ্যমে অনুরোধে ছুটি দেওয়া যাবে না।
৬। বিদ্যালয়ের সব পরীক্ষায় সব বিষয়ে উপস্থিতি বাধ্যতামূলক।
৭। পরীক্ষা চলাকালীন অসুস্থতা থাকলে তা অবশ্যই বিদ্যালয়ে জানাতে হবে।
৮। শ্রেণী শিক্ষকের অনুমতি ছাড়া কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।
১০। বিদ্যালয়ে মোবাইল ফোন আনা চলবে না ।
১১। সাইকেল আনলে সাইকেলে অবশ্যই চাবি দিতে হবে। সাইকেল ক্যাম্পাসের মধ্যে রাখতে হবে।
১২। প্রয়োজনের তুলনায় বেশি টাকা পয়সা বিদ্যালয়ে নিয়ে আসবে না।
১৩। বিদ্যালয় পৌঁছানোর পর সামনের রাস্তায় বিদ্যালয় চত্বরে অহেতুক ঘোরাফেরা একেবারেই চলবে না।
১৪। রাস্তায় কোনো ভেঙারের কাছ থেকে আইসক্রিম বা অন্যান্য খাদ্য খাওয়া চলবে না।
১৫। সামনে পিচ্ রোড, যান চলাচল বেশী, সুতরাং সাবধানে যাতায়াত করতে হবে।
১৬। শ্রেণীকক্ষ থেকে বিশেষত উপরের ক্লাসরুম থেকে রাস্তার উপর কোনো কিছু ফেলবে না। তা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
১৭। দোতলায় বারান্দার প্যারাপিটে বসবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
১৮। নেশাকর দ্রব্য সঙ্গে রাখবে না এবং খাবে না কারণ তা শরীর ও মন দুইয়ের পক্ষেই মারাত্মক হতে পারে। সুন্দর জীবন সমস্যা সংকুল হতে পারে। এমনকি এগুলির অনেকেই ক্যান্সারের মত রোগের উদ্দীপক ।
১৯। বাড়ি থেকে বিদ্যালয় বা বিদ্যালয় থেকে বাড়ি যাতায়াতের সময় রাস্তায় লাইন দিয়ে যাতায়াত করতে হবে। পাশাপাশি কয়েকজন যাতায়াত করলে পথ অবরুদ্ধ হয়। দুর্ঘটনা ঘটতে পারে। অপরের কাছে তা সমস্যা হতে পারে।
২০। বিদ্যালয় তোমার। সুতরাং বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বও তোমার ।
২১। বিদ্যালয়ে অহেতুক চেঁচামেচি করবে না, যে কোন সমস্যার জন্য প্রধান শিক্ষক মহাশয় / অন্যান্য শিক্ষক মহাশয়ের সঙ্গে সমাধানের জন্য আলোচনা করবে।
২২। নির্দেশমত শ্ৰেণীভিত্তিক প্রার্থনার সারিতে দাঁড়াতে হবে।
২৩। বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে বা শিক্ষার পরিবেশের ক্ষতি | করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনকি বহিস্কার পর্যন্ত করা হতে পারে।
২৪। সমস্ত শিক্ষাবর্ষ ধরে Formative পরীক্ষা চলে। সুতরাং বিদ্যালয়ে নিয়মিত আসতে হবে। আচার-আচরণ, উপস্থিতি, সৃষ্টিশীলতা ইত্যাদি বিষয়ের উপর নম্বর দেওয়া হয়।