বিদ্যালয় ভবন তৎসংলগ্ন প্রাঙ্গন, খেলার মাঠ ও সুসজ্জিত চত্বর সমন্বিত শান্ত সুন্দর, সর্বোপরি শিক্ষার উপযোগী মনোরম পরিবেশে বদনগঞ্জ উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) অবস্থিত। পুরাতনের জীর্ণবাস ছেড়ে এলো নূতন শিক্ষাবর্ষ। বিদ্যালয়ের ইতিহাসের পাতায় একটি নূতন তরঙ্গের সংযোজন হলো। আশা ও আকাঙ্খা নিয়ে ২০২৩ পা দিল নূতন পথে। অনেক চিন্তা ভাবনা থাকবে এর সাথে আর থাকবে উৎসাহ, কর্মপ্রচেষ্টা যা চালাবে চিন্তাধারাকে নবরূপায়নের দিকে ও প্রগতির নবদিগন্তে |

শিক্ষাদান কর্ম একক ব্যাপার নয়, এর জন্য চাই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, পরিচালন সমিতি ও শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সহযোগিতা। শিক্ষক ও শিক্ষিকার চাই উৎসাহ, আগ্রহ, কর্মে নিষ্টা অভিভাবকদের চাই সজাগ দৃষ্টি চেতনা, পরিচালকবৃন্দের চাই সুষ্ঠ ব্যবস্থাপনা আর চাই ছাত্র-ছাত্রীদের সাধনা, আকাঙ্খা, বিদ্যার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা। বিদ্যালয়ে ছেলে-মেয়েদের ভর্তি করে দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয় না। কর্মের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমাদের প্রত্যাশা পরোক্ষ সমালোচনার চেয়ে প্রত্যক্ষ গঠনমূলক আলোচনা যা বেশী ফলদায়ক।

পঞ্চম শ্রেণী থেকে শিক্ষার ধারা বদলানো হচ্ছে। অন্যান্য শ্রেণীতে সহপাঠ ক্রমিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে যোগাসন শিক্ষা উপযুক্ত প্রশিক্ষক দ্বারা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভূগোল, রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা, জীব- বিদ্যার ব্যবহারিক বীক্ষণাগার উচ্চমানের। এই বিদ্যালয়েই Vocational Education and Training এর ব্যবস্থা করা আছে। VIII+ ছাত্রছাত্রী এবং X + ছাত্রছাত্রীদের জন্য নানারকম কাজ হাতেনাতে শেখানো হচ্ছে। বিদ্যালয়ে Computer Lab ও পুষ্টিবিজ্ঞান বীক্ষণাগার অত্যন্ত সুসজ্জিত। উচ্চ মাধ্যমিক বিভাগে মোট ১৬ টি বিষয়ের পঠন-পাঠনের ব্যবস্থা আছে। সরকারী সমস্ত প্রকল্প-কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, তরুনের স্বপ্ন, ঐক্যশ্রী, Oasis, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মিড-ডে-মিল, ফ্রি পাঠ্য পুস্তক ও খাতা, Uniform, WIFS-অতি গুরুত্ব সহকারে ব্যবস্থা করা হয়। তা স্বত্বেও অভাব আছে অনেক কিছুরই । উন্নয়নের কাজ চলেছে সারা বছর ধরেই। উন্নয়ন তো হঠাৎ কিছু একটা ব্যাপার নয়। একই গতিতে আগামী দিনেও উন্নয়ন কাজ চলবে এমন প্রত্যাশা করি ।

বিদ্যালয়ের উন্নতিকল্পে অভিভাবকদের সহযোগিতা কামনা করি । অভিভাবক সভা আহ্বান করলে অভিভাবক-অভিভাবিকারা অবশ্যই বিদ্যালয়ে আসবেন এবং কোন কিছু বলার থাকলে বা জানার থাকলে অবশ্যই লিখিত আকারে জানালে আমরা যথাসাধ্য উত্তর দেব। গঠনমূলক সমালোচনা সাদরে গৃহীত হবে ।

সর্বোপরি, আমাদের বিদ্যালয়ে শিক্ষকমন্ডলীর শিক্ষাগত যোগ্যতা অতি উচ্চমানের। তাঁরা পরিশ্রমী ও ছাত্রদরদী। শ্রীশ্রী মায়ের আশীর্বাদপূর্ত এই বিদ্যালয় শতবর্ষ অতিক্রম করেছে। উন্নত শিক্ষামান উন্নততর হোক, এই কামনা করি ।

বিদ্যালয় পরিবেশ শান্ত সুষ্ঠ, দূষণমুক্ত থাকুক। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, জীবনের পাথেয় সংগ্রহ করুক- এটা কে না চায় ? তাই আমরা কামনা করি সকলের শুভেচ্ছা, আন্তরিক সহযোগিতা। নূতন শিক্ষাবর্ষের প্রারম্ভে সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রতিবেদন শেষে করছি।

Shri Tapas Kr. Ghosh
Learner Member
Shri Radhashyam Hazra
Learner Member
Shri Jagbondhu Mondal
Parent Representative
Smt. Rituporna Das
S.I - Badanganj
Shri Kishor Saha
Teacher Representative
Shri Kajal Kr. Gayen
Teacher Representative
Shri Biswajit Ghosh
Teacher Representative
Shri Rajkumar Das
Educational Staff Representative
Shri Bireswar Ballav
Medical Officer