team

Contact Me

Head Master

Nirmalnendy Singh

Badanganj High School

বদনগঞ্জ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) জগন্মাতা পরমারাধ্যা শ্রীশ্রী মা'র সাক্ষাৎ মন্ত্রশিষ্য প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় মাহশয়ের এক অনবদ্য সৃষ্টি। ইংরেজ শাসিত ভারতবর্ষে হুগলির প্রত্যন্ত গ্রাম বদনগঞ্জে শিক্ষার অনির্বান শিখা প্রজ্জ্বলিত করলেন ১৯১০ খ্রিষ্টাব্দে। বহু ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ পার হয়ে আজ বিদ্যালয় ২০২৩ সালে উপস্থিত। শতাধিক বর্ষ প্রাচীন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়, পরবর্তী সময়ের প্রধান শিক্ষক মহাশয়গণ, বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসকগণ ও যাঁদের সুপরামর্শ, সাহায্য ও সহযোগিতা ছাড়া বিদ্যালয় প্রতিষ্ঠা ও দীর্ঘপথচলা সম্ভব হত না তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে আদর্শ আচার্যগণ শিক্ষার আলো প্রসারে বিদ্যালয়পীঠে ব্রতী ছিলেন তাঁদেরও প্রতি কৃতজ্ঞাতা জানাই ।

বর্তমানে বিদ্যালয়টি পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয় পরিচালন সমিতির সক্রিয় সহযোগিতা ও সুপরামর্শ বিদ্যালয়ের চলার পথকে করেছে প্রশস্ত। একদিকে বিদ্যালয় গৃহ নির্মান, অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন সাধন, অন্যদিকে শিক্ষা সংক্রান্ত উন্নয়নের ব্যাপারে সমিতির অবদান অপরিসীম।

সুমহান বিদ্যালয়ের ঐতিহ্য ঐতিহাসিক। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকাগনের শিক্ষার বিষয়ে, ছাত্র-ছাত্রীদের পাঠদানের বিষয়ে শ্রেণিকক্ষে ও তার বাইরে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে সক্রিয়তা প্রশংসার দাবী রাখে। প্রতি শিক্ষক শিক্ষিকাই উচ্চ গুনমান সম্পন্ন । তাঁদেরই পরামর্শ, শিক্ষাদান ও আন্তরিকতার জন্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের ফলাফল খুবই ভালো হওয়া সম্ভব হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষাকর্মীগণ বিদ্যালয়ের স্বার্থে, ছাত্র-ছাত্রীদের স্বার্থে, সকল স্তরের কর্মীদের স্বার্থে নিরলসভাবে শ্রমদান করছেন। তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠা উল্লেখের দাবী রাখে। এক কথায়, বিদ্যালয়ের সঙ্গে কোন না কোনোভাবে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় বিদ্যালয়ের | অতীত মর্যদা ও বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত আছে। আগামী দিনে বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল যাতে আরো ভালো হয়, সেজন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবেই।

বদনগঞ্জ এলাকার প্রাণকেন্দ্র এই বিদ্যালয়। মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক সহযোগিতা এই বিদ্যালয়ের প্রধান স্তম্ভ। দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আছেন এই বিদ্যালয়ের কত কৃতি ছাত্র-ছাত্রী। বিদ্যালয়ের বিশেষ কৃতি ছাত্র বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি শ্রীমান্ স্বপন কুমার ঘোষ মহাশয় বিদ্যালয়ের আর্থিক অনটনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিদ্যালয় গৃহ নির্মানে তাঁর আর্থিক সহায়তা উল্লেখযোগ্য।

বিশ্ব প্রকৃতির নিয়মেই আমাদের বিদ্যালয়েও অনেক থাকার মাঝে আছে অনেক অভাব। কিছু কিছু বিষয় শিক্ষকের অভাব আছে। অভব আছে শ্রেণি কক্ষের। বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কার এবং বহু প্রাচীন শ্রেনী কক্ষগুলির মেরামত খুবই আশু প্রয়োজন। এসবের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালন সমিতি সরকারী সাহায্যের প্রার্থনা জানিয়েছেন। আগামীদিনে বিদ্যালয়ের মান-মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে পঠন-পাঠনের উন্নয়নের ক্ষেত্রে তথা সার্বিক উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকৰ্মী, সমাজের সকল স্তরের মানুষের সাহায্য, সুপরামর্শ ও সহযোগিতা কামনা করি ৷ পরিশেষে, সকলের সর্বাঙ্গীন কল্যান কামনা করে, শ্রীশ্রীমার চরনকমলে প্রনাম জানাই ।